শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বোরহানউদ্দিনে শহিদ পরিবারের সাথে ইউএনও’র ঈদ শুভেচ্ছা বিনিময়

বোরহানউদ্দিন (ভোলা)প্রতিনিধি
  ৩১ মার্চ ২০২৫, ১৮:০৩
বোরহানউদ্দিনে শহিদ পরিবারের সাথে ইউএনও’র ঈদ শুভেচ্ছা বিনিময়
যায়যায়দিন

ভোলার বোরহানউদ্দিনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান। ওই সময় তিনি শহিদদের করব জিয়ারত করেন। এছাড়া শহিদ পরিবারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া উপজেলার সাঁচরা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মো. জাকির হোসেন (গেজেট নং-৬৬৮),টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের মো. নয়ন (গেজেট নং-২৪১) ও দেউলা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের লিজা আক্তারের (গেজেট নং-২২৮) বাড়িতে আকস্মিক উপস্থিত হন। ওই সময় তিনি ওই শহিদ পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তাঁদের খোঁজ খবর নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি স্থানীয়দের নিয়ে শহিদের আত্নার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন।

উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান-উজ্জামান জানান, সরকার সব-সময় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের পাশে আছে এবং থাকবে। ইতিমধ্যে ঈদের আগে জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে শহিদ ৯ টি পরিবারে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। এর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী শুভেচ্ছা

উপহার দেয়া হচ্ছে।

আজ-কালের মধ্যে গণঅভ্যুত্থানে শহিদ বড়মানিকা ইউনিয়নের

৫ নাম্বার ওয়ার্ডের মো. নাহিদ(গেজেট নং-৫৯৮), কুতুবা ইউনিয়নের ছোটমানিকা গ্রামের দীপ্ত দে (গেজেট নং-৫৯৫), সাঁচরা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের সুজন (গেজেট নং-৬৮), দেউলা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের ইয়াসিন (গেজেট নং-৫৭৩), ৩ নাম্বার ওয়ার্ডের সোহেল রানা (গেজেট নং-৫৯৪), ৮ নাম্বার ওয়ার্ডের

জামালউদ্দিন সহ (গেজেট নং-৬৯৫) ৬ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করার পরিকল্পনা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে