বরগুনার তালতলীতে ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বাবুলের বাড়িতে গিয়ে ঈদের দিন পরিবারের খোঁজখবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত দত্ত।এর আগে গতকাল রাতে জুলাই ফাউন্ডেশনে ঈদ উপহার দেওয়া হয়।
সোমবার(৩১ মার্চ) সকাল বেলা উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীর তবক এলাকায় মো. বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তার স্ত্রী রাজিয়া বেগম ও মেয়ে তামান্না আক্তারসহ পরিবারের খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) অমিত দত্ত। বাবুলের পরিবারের সদস্যরা ঈদের আগে জুলাই ফাউন্ডেশনের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের কাছে আরও সহায়তার আহ্বান জানান।
স্ত্রী রাজিয়া বেগম বলেন,ঈদের দিনে ইউএনও আমাদের বাড়িতে এসে খোঁজখবর নিয়েছে। এতে আমরা খুব খুশি। গতকাল জুলাই ফাউন্ডেশনের উপহার পেয়ে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ও সরকারের কাছে আরও সহায়তার দাবি জানাই।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) অমিত দত্ত বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের গর্বের বিষয়। বাবুলের পরিবারকে সহযোগিতা করা ও খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দ্বায়িত্ব।
যাযাদি/ এমএস