বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ইভটিজিংয়ের প্রতিবাদ, হাতাহিততে শিক্ষক বাবার মর্মান্তিক মৃত্যু

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২৫, ১৩:৪৫
ইভটিজিংয়ের প্রতিবাদ, হাতাহিততে শিক্ষক বাবার মর্মান্তিক মৃত্যু
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে হাতাহাতির ঘটনায় এম এ বাক্কার (৫৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

নিহত এম এ বাক্কার উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার বাসিন্দা এবং ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সাতঘড়িয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মেয়ে জথী জানান, সাতঘড়িয়া মোড়ে মৃত সিদ্দিক রহমানের ছেলে তোফায়েল আহমেদ ওরফে জামাল (৫০) তার সঙ্গে কুরুচিপূর্ণ কথা বলেন ও খারাপ আচরণ করেন।

এ সময় তার বাবা প্রতিবাদ করলে বাকবিতণ্ডার একপর্যায়ে তোফায়েল আহমেদ তাকে মারধর, কিল, ঘুষি ও ধাক্কা দেন, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ জানান, এম এ বাক্কারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে হাঁটুতে চামড়া উঠে যাওয়ার চিহ্ন দেখা গেছে এবং তার মুখ বাঁকা হয়ে গিয়েছিল। পরিবারের সদস্যদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে