শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে আকতারা বেগম হত্যায় জড়িতদের শাস্তির দাবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  ০২ এপ্রিল ২০২৫, ২০:০৪
সরিষাবাড়ীতে আকতারা বেগম হত্যায় জড়িতদের শাস্তির দাবি
যায়যায়দিন

জামালপুরের সরিষাবাড়ীতে আকতারা বেগমের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

এ হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন মনো, বিএনপি নেতা মজিবর রহমান লিটন, পোগলদিঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, যুবদল নেতা সোহেল রানা, শেখ সেলিম, নিহতে বড় ভাই খলিলুর রহমান, ছোট ভাই জাহাঙ্গীর আলম, মাসুদ রানা, ইসরাত জাহানসহ স্থানীয়রা।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের শান্ত মিয়ার সঙ্গে পাশের চকপাড়া গ্রামের সফর আলীর মেয়ে আক্তারা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৪ মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকেই ছেলে সন্তানের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। সম্প্রতি আকতারা আবার গর্ভবতী হলে এবারও মেয়ে সন্তান হবে বলে জানতে পারে শশুর বাড়ীর লোকজন। বিষয়টি নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে গত ২৮ মার্চ আক্তারা বেগম আত্মহত্যা করেছে বলে জানা যায়। লাশ ছোট একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় একালাবাসী। খবর এলাকায় ছড়িয়ে পড়ে এবং নিহতের পরিবার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের বড় ভাই খলিলুর রহমান বলেন, আমার ছোট বোন আক্তারা বেগমের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আমরা মানববন্ধন করেছি। আমার বোনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, এ ব্যাপারে থানায় আত্মহত্যা মামলা হয়েছে। নিহতের স্বামী শান্ত মিয়া ও তার মেয়েকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলেই হত্যা মামলা নেওয়া হবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে