বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কসবায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৩ এপ্রিল ২০২৫, ২০:৩৭
কসবায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা
যায়যায়দিন

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ২ টায় ,ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ডাবির ঘর এলাকায় মো. আকতার হোসেন নামের এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলন করায় এতে পার্শ্ববর্তী কৃষি জমি হুমকির মুখে পড়ে।

জনস্বার্থে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মো. আকতার হোসেনকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, এ ধরনের অপরিকল্পিত মাটি উত্তোলনের ফলে কৃষি জমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে