কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও ৩১ দফার বাস্তবায়নে আলোচনা সভার আয়োজন করা হয়।
দৌলতপুর মডেল সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতিও প্রবীণ সদস্য আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল।
প্রধান অতিথি শরীফ উদ্দিন জুয়েল তার বক্তব্যে বলেন দৌলতপর বিএনপি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। যদি কেউ বিএনপি কে বাপের সম্পত্তি মনে করেন, রাজনীতির নামে যদি কেউ দুর্বৃত্তায়ন করেন, জুলুম করেন, তবে আপনাদেরও জনগণ ছেড়ে কথা বলবে না।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার ও যুবদলের সদস্য সচিব রেজানুর রহমান মাসুমের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রমজান আলী, আমিনুল ইসলাম বাচ্চু, কৃষকদলের কেন্দ্রিয় নেতা জুলফিকার আলী ভুট্টো, আকতারুজ্জামান সজল, জেলা যুবদল নেতা কামাল উদ্দিন, আব্দুল মাজেদ প্রমুখ।
যাযাদি/ এসএম