বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঈদের ছুটি শেষে আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৫ এপ্রিল ২০২৫, ১৯:০৩
ঈদের ছুটি শেষে আখাউড়ায় স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ছবি: যায়যায়দিন

ঈদুল ফিতর উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে মাছ রপ্তানীর মাধ্যমে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, সকাল ১০টার দিকে ৫টি গাড়িতে করে প্রায় ২৫ টন বরফ করা মাছের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল ফিতরের ছুটিতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম ৮ দিন বন্ধ ছিল।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে টানা ৮ দিন দুই দেশের বাণিজ্য বন্ধ ছিল। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতায় বরফ করা মাছ, সিমেন্ট, ভোজ্যতেল, প্লাষ্টিক তুলা ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে