কিশারগঞ্জের অষ্টগ্রাম পুলিশ ৪৩ বস্তা ভিজিএফর চাল জব্দ করছে। উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নে বাজার থেকে শুক্রবার রাতে আটক করা এসব চাল খয়রপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নর বলে জানা যায়, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো.রুহুল আমিন জানান শুক্রবার রাতে চালগুলো জব্দ করে পরে থানায় আনা হয়ছ।
তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ৪৩ বস্তায় মোট দুই হাজার ১৫০ কেজি চাল রয়েছে। জিডি মূলে চাল জব্দ করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে আইনী পদক্ষপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে আলাপ করলে তারা জানান, শুক্রবার বিকাল থেকে আব্দুল্লাহ পুর ইউনিয়নের ঈদ উপলক্ষে পাওয়া ভিজিএফের চাল একটি সিন্ডিকেটের মাধ্যম পাচার হচ্ছিল তবে অধিকাংশ চাল পাচার হয়ে গেছে বলেও একাধিক স্থানীয় লোকজনের ভাষ্য। স্থানীয় লোকজন ও পুলিশ মিলে ৪৩ বস্তা চাল আব্দুল্লাহ বাজারের একটি দোকান থেকে আটক করে। এই বিষয়ে আব্দুল্লাহপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান মুঠোফোনে জানিয়ছন, তাঁর ইউনিয়ন চাল বিতরণকাল ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজলার আইসিটি অফিসার আনোয়ার হুসেন। বিতরণ শেষে তিনি খাতাপত্র স্বাক্ষর করেছেন। চাল বিতরণ কোন অনিয়ম হয়নি। কেউ চাল নিয়ে বাইরে বিক্রি করে দিলে সেটা চেয়ারম্যানের কি করা আছে।
যাযাদি/ এম