বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পরশুরামে সিরাজিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৫, ১০:৫০
পরশুরামে সিরাজিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ছবি: যায়যায়দিন

পরশুরামের সিরাজিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) সকালে উত্তর কোলাপাড়া মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য ও শিক্ষানুরাগী মোতাহেরুল ইসলাম চৌধুরী স্বপন।

মাদ্রাসার পরিচালক মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজিয়া খানকা শরিফের পরিচালক সুফী মুন্সী কামাল উদ্দিন, পরশুরাম থানা মসজিদের সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী নেহাল মাহমুদ টিনটিন, অপেকের নির্বাহী পরিচালক আনোয়ারুল আজিজ চৌধুরী, সমাজসেবক বেলাল হোসেন, অভিভাবক সদস্য আবদুল মঈদ ভূইয়া রাজন, মোস্তফা খোকন, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী জহিরুল করিম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুল। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাখিল পরীক্ষার্থী ইমাম হোসেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ তুলে দেন অতিথিবৃন্দ। দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে