জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে আজ রোববার গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন"।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা, কৃষি অফিসার ইমরান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালেব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিড়া শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করে।
যাযাদি/ এসএম