তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মনোন্নয়ন ’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার আটপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
রোববার সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা হলরুমে আলোচনা সভায় এসে মিলিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপি ও প্রেসক্লাবের সদস্য আমির খসরু স্বপন, উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সাবেক ছাত্রনেতা রাসেল তালুকদার সহ অন্যান্যরা।
যাযাদি/ এসএম