ঈদের ছুটিতে স্বপরিবারে অবকাশ যাপন ও চায়ের দেশ ভ্রমনে আসেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এবং শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহবায়ক ও অন্তবর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি শ্রীমঙ্গলের সান্নিধ্যে দুই রাত্রী যাপন শেষে শনিবার (৫এপ্রিল) বিকেলে তিনি ঢাকার উদ্যোশে চায়ের দেশ শ্রীমঙ্গল ত্যাগ করেন। এর আগে গত বৃহস্পতিবার স্বপরিবারে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেস্ট হাউজে উঠেন।
বিষয়টি নিশ্চিত করেন এনসিপি’র যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ। বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলা’র ফ্লাইটে (বিএস-৫৩৫) স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম।
পায়ে আঘাত পাওয়ার কারণে তিনি সিলেটের আল হারামাইন হাসপাতালে পায়ের চিকিৎসার জন্য অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যান। সেখানে ডাক্তারি পরামর্শ শেষে তিনি সিলেট ত্যাগ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা দেন। জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহবায়ক মোঃ নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে আসেন।
দলীয় সূত্রে জানাযায়, তার আগে তিনি অবকাশ যাপনের জন্য লাউয়াছড়া রেস্ট হাউজ বুকিং দিয়ে রাখেন।’ নাহিদ ইসলাম স্বপরিবারে লাউয়াছড়ায় অবস্থান করে শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ত্যাগ করেন।
এসময় তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ , খাসিয়া পুঞ্জি ও চা বাগানের সৌন্দর্য উপভোগ করেন। তবে পায়ে সমস্য থাকায় বেশি ঘুরতে পারেন নি। হঠাৎ নাহিদ ইসলাম প্রথমে সিলেটে এবং পরে শ্রীমঙ্গলে আসায় পুরো সিলেট জুড়ে চলছে আলোচনার জুয়ার।
যাযাদি/ এম