শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বেলাবোতে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৪৩
বেলাবোতে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন
ছবি: যায়যায়দিন

নরসিংদীর বেলাবোতে জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হকরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন"।

উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আল আমিন হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন, উপজেলা প্রকোশলী গোলাম সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ আলোচনা সভায় অংশগ্রহণ করে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে