বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঘাটাইলে শিক্ষক সমিতির পাল্টা সংবাদ সম্মেলন 

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি
  ০৬ এপ্রিল ২০২৫, ১৮:০৩
ঘাটাইলে শিক্ষক সমিতির পাল্টা সংবাদ সম্মেলন 
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শিক্ষকদের একাংশ প্রাথমিক শিক্ষক সমিতিরি সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কতিপয় শিক্ষকের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির অন্যান্য শিক্ষক বৃন্দ।

রবিবার (৬এপ্রিল) দুপুর ২টায় পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত,প্রাথমিক সমিতি কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতি সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

লিখিত বক্তব্যে বলেন নির্বাচন সংক্রান্ত মামলা থাকার কারনে জেলা কমিটির সুপারিশে ঘাটাইল শাখা এডহক কমিটি অনুমোদিত।সমিতি ব্যাংক হিসাব বা লেনদেন যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করেই পরিচালিত হচ্ছে।উপকমিটির ভাউচার এখনো কার্যকরী কমিটিতে উপস্থাপন করা হয়নি।

অথচ ৮লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সকল আয় ব্যায় হিসাব অডিট কমিটির মাধ্যমে নিরীক্ষিত হয়।কিন্তু অডিট কমিটি কতৃক কোন নিরীক্ষিত বা অডিট প্রতিবেদন সম্পন্ন হওয়ার পুর্বেই দিলোয়ারা সুলতানা গং কতৃক উত্থাপিত আর্থিক অভিযোগ অসাংগঠনিক আইনগত ভাবে অযৌক্তিত ও অসৎ উদ্দেশ্য প্রনোদিত।

এই ভিত্তিহীন অভিযোগের তিব্র নিন্দা জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান তালুকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হোসেন,মোঃ রফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক রিনাত পারভীন,মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর আক্তার কল্পনা ,কার্যকরী সাধারণ সম্পাদক হোসাইন আলম,কার্যকরী সভাপতি হাবিবুর রহমান ,সিনিয়র যুগ্ম সহসভাপতি রফিকুল ইসলাম মিয়া,সোহরাব হোসেন প্রমুখ।এসময় প্রিন্ট ও ইলেট্রোনিকস মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে