পটুয়াখালীর দুমকিতে উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাজন ও মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. ফরিদ উদ্দিন মোল্লা নামে ২ জনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ।
রোববার (৬ এপ্রিল) রাতে উপজেলার আঙ্গারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা রেজাউল হক রাজনকে এবং রোববার দুপুর ১২টায় মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রী কলেজ ক্লাস চলাকালীন সময়ে সিনিয়র প্রভাষক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. ফরিদ উদ্দিন মোল্লাকে আটক করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ নেতা মো. রেজাউল হক রাজনকে মির্জাগঞ্জ উপজেলার বিএনপির অফিস ভাঙচুর মামলায় অজ্ঞাত দেখিয়ে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে সিনিয়র প্রভাষক আওয়ামী লীগ নেতা মো. ফরিদ উদ্দিন মোল্লাকে দুমকি উপজেলা বিএনপি অফিস ভাঙচুরে অজ্ঞাত মামলায় আটক দেখানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
যাযাদি/ এসএম