সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফিলিস্তিনের উপর ইজরায়েলের গণহত্যার প্রতিবাদে তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজের পর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিল টি উপজেলা পরিষদের ভবনের সামনের রাস্তায় মিলিত হন।
এরপর উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবুল খায়ের ও মাওলানা আবু তাহের এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মসজিদের হাফেজ মাওলানা এনামুল হক, মাওলানা মোয়াজ্জেম হোসেন , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানি চৌধুরী, শিক্ষক আব্দুল করিম, শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা দ্রুত বন্ধের দাবি জানিয়ে, বিশ্ব মানবতার এই দুর্দিনে সবাইকে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর দাবী জানান।
এছাড়া বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিনে ইজরায়েলের হামলা বন্ধে কুটনৈতিক সম্পর্ক জোর দার ও ইজরায়েলী পন্য ব্যবহার না করতে সর্বোস্তরের নাগরিকের প্রতি উতাত্ত আহবান জানান ।
যাযাদি/ এম