ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে গত রোববার বিশ্বব্যাপী ধর্মঘটের (গ্লোবাল স্ট্রাইকের) ডাক দেয় দেশটির ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস জোট। এ ডাকে সংহতি জানিয়ে সারা বিশ্ববাসী সোমবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছে । বিশ্ব এবং দেশের সাথে তাল মিলিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানের তৌহিদী জনতা গ্লোবাল স্ট্রাইক পালন হয়েছে ।
উপজেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের লোকজন বাদ আছর পৌর-বাজার এলাকায় বিক্ষোভ করেন। এছাড়াও বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়া, ঝালোরচর এলাকা সহ চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার লোকজন বাংলাদেশের পক্ষহতে ফিলিস্তিন কে সমর্থন জানিয়ে ইসরাইলি গণহত্যা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।
যাযাদি/ এসএম