বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ডোমারে নববর্ষ উৎযাপনে প্রস্তুতি সভা 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৫, ১২:৫৭
ডোমারে নববর্ষ উৎযাপনে প্রস্তুতি সভা 
ছবি: যায়যায়দিন

বাংলা নববর্ষ-১৪৩২-কে উৎসবমুখর পরিবেশে বরণের লক্ষে নীলফামারীর ডোমারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।

উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. রায়হান বারী, ডোমার পৌরসভা বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জামায়াতে ইসলামী বাংলাদেশ ডোমার পৌরসভা শাখার আমীর নুরুজ্জামান, এসআই কাজল কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম , উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম প্রমূখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন সকাল ১০টায় ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে স্থানীয় শিল্পকলা একাডেমিতে এসে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হবেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব প্রতিষ্ঠানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করবেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে