ফিলিস্তিনের গাজায় মুসলিমদের ওপর ইসরাইলি নৃশংস বর্বরোচিত গনহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে দুমকিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জমইয়াত, আইয়েম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ দুমকি উপজেলা শাখা।
সোমবার ৭ এপ্রিল) বাদ আসর বাংলাদেশ জমইয়াত, আইয়েম্মা, যুব ও ছাত্র হিযবুল্লাহ দুমকি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার জনতা কলেজ মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, ছারছিনা হযরত পীর সাহেব কেবলার আহবানে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বলতে চাই যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল চরম পশুত্ত্বের পরিচয় দিয়েছে। বোমা মেরে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যা কোনো মানুষের পক্ষে মেনে নেয়া অসম্ভব। আমরা আল্লাহর কাছে ইসরায়েল এর ধ্বংস কামনা করছি।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের হামলায় নারী, শিশু, বৃদ্ধসহ অসংখ্য লোকদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ।সকলকে ইসরায়েল এর পন্য বয়কটের অনুরোধ জানান।
এ ছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন বয়সের নানা শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
যাযাদি/ এস