বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মাটিরাঙ্গায় আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ০৮ এপ্রিল ২০২৫, ১৪:১৫
মাটিরাঙ্গায় আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ
ছবি: যায়যায়দিন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রান্তিক কৃষকদের নিয়ে দুইদিনব্যাপী আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলার জিয়ানগর এলাকায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি খাতের অর্থায়নে ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণের শেষদিন স্থানীয় প্রান্তিক পর্যায়ের ২৫ জন কৃষক ও কৃষি উদ্যোক্তা অংশ নেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী, আইডিএফের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজমারুল হক ও কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় আইডিএফের এরিয়া ম্যানেজার মাহবুবুল কবির, শাখা ব্যবস্থাপক মো. সালাউদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মিথুন দাস ও দর্পন চাকমাসহ সংশ্লিষ্ট আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে মৌসুমভেদে উচ্চফলনশীল ধান চাষ, ধানের বিভিন্ন পোকা দমন, রোগবালাই নিরাময় ও সার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে