লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ফায়ার সার্ভিসের কারিগরি সহায়তা নিয়ে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা মাল ভিজিয়ে বিনষ্ট করে দেওয়া হয়।
অভিযানে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা মেসার্স মদিনা ব্রিকস এর সত্ত্বাধিকারী আমির হোসেন (ডিপজল) দুইটি ও জাহাঙ্গীর ব্রিকসা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, সেনাবাহিনী, পুলিশের চৌকস দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস বলেন, এসব ব্রিক ফিল্ডের অনুমোদিত কোনো লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকস ফিল্ডগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরকম অবৈধ ব্রিকসফিল্ড আরো যা আছে আমরা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি অবৈধ সব গুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এমএস