বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সোনাগাজীর ডিজিটাল প্রতারক বেলায়েত মিয়াজি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
  ০৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩
সোনাগাজীর ডিজিটাল প্রতারক বেলায়েত মিয়াজি গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

অনলাইন ব্যবসার নামে ফাঁদ পেতে ভুয়া পরিচয় দিয়ে ঢাকার এক নারীর ৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে প্রতারক বেলায়েত হোসেন মিয়াজী ওরফে ডেসটিনি বেলায়েতকে গ্রেপ্তার করেছে সোনাগাজী থানা পুলিশ। সে সাতবাড়িয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেন মিয়াজীর পুত্র।

উক্ত প্রতারণার ঘটনায় করা মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে তাকে গত ৭ এপ্রিল রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় ফেনী সদর থানাধীন ডাক্তারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বহু মানুষের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

বেলায়েত হোসেন মিয়াজী, (৪২) পিতা-মৃত দেলোয়ার হোসেন মিয়াজী, সাং-সাতবাড়ীয়া, উপজেলা/থানা- সোনাগাজী, জেলা- ফেনী। পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক ফেনীর বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর দিক নির্দেশনায়, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন এবং অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন এর সার্বিক তত্ত্বাবধানে এএসআই(নিঃ)/তছলিম হোসেন ও এএসআই(নিঃ)/রাজীব বৈরাগী এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে