কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৪ নং উছমানপুর ইউনিয়ন পরিষদটি বিশ হাজার লোকের বসবাস। সেই ইউনিয়ন পরিষদের ১১হাজার লোক ভোটাধিকার প্রায়োগ করে থাকেন সেই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন মিয়া ২৫ নভেম্বর নতুন ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি এই ইউনিয়নের গ্রামীন অবকাঠামো রাস্তা ঘাট উন্নয়ন করে যাচ্ছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
জানা যায়,১নং ওয়ার্ডের লিটন মেম্বারের বাড়ী হতে সলিং রাস্তা উন্নয়ন কাজ ১ লক্ষ পনের হাজার টাকা, ৩ নং ওয়ার্ডে কাবিটা, ৫নং ওয়ার্ডে টি আর কাজ, ৬ নং ওয়ার্ডে কাবিটা, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে টি আর এর রাস্তা উন্নয়ন,৯ নং ওয়ার্ডে কাবিটা খালপাড় যাওয়ার রাস্তা, চৌহিদ্দি গ্রামের ভিতরে মসজিদ সংলগ্ন রাস্তার উন্নয়ন কাজ করছেন। এলাকাবাসী যায়যায়দিনকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক উন্নয়ন কাজ হচ্ছে।উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া গত কাল বুধবার দুপুরে এ প্রতিবেদককে বলেন,তিনি জনগণের উন্নয়নের জন্য কাজ করছেন।
তিনি বলেন, বর্তমান সরকার ঈদুল ফিতরে বিশেষ ভিজিএফ,ভিজিডি,বয়ষ্কভাতাসহ অন্যান্য ভাতা ও দিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
যাযাদি/ এমএস