শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরির্দশনে নির্বাচন কমিশনার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  ০৯ এপ্রিল ২০২৫, ১৬:৫১
রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরির্দশনে নির্বাচন কমিশনার
ছবি: যায়যায়দিন

ভোটার হালনাগাদ কর্মসূচী ২০২৫ উপলক্ষে নরসিংদী সফরে আসেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

পূর্বনির্ধারিত সফরসূচী অনুযায়ী বুধবার (৯এপ্রিল) সকাল পৌনে ১১ টায় তিনি রায়পুরা উপজেলা পরিষদে প্রবেশ করলে উপজেলা প্রশাসনের পক্ষ হইতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মত বিনিময় শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে চলমান ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শণ করেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

এর আগে তিনি পার্শ্ববর্তী বেলাবো উপজেলা পরিষদে প্রবেশ করেন এবং সেখানেও ভোটার নিবন্ধন কার্যক্রম পরির্দশন করেন।

রায়পুরা পরিদর্শনকালে সাথে ছিলেন, উপ পরিচালক স্থানীয় সরকার (নরসিংদী) মৌসুমী আক্তার রাখি, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, জেলা নির্বাচন অফিসার মো. শাহিন আকন্দ, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বায়েজিদ বিন মনছুর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আতাউল হক প্রমূখ।

পরে তিনি নরসিংদী সার্কিট হাউজের উদ্যেশে রায়পুরা ত্যাগ করেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে