সিরাজগঞ্জের রায়গঞ্জে দূর্বৃত্তদের হাতে গুরুতর আহত হয়েছে উপজেলা ছাত্র দলের এক সদস্য। আহত সাইফুল ইসলাম (২৭)। তিনি উপজেলার ধলজান এলাকার আবু তাহেরের ছেলে এবং উপজেলা ছাত্র দলের সদস্য। স্থানীয়রা জানান, বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রেখে চলে যায় দূর্বৃত্তরা।
আহত সাইফুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে বগুড়ার সজিমেক হাসপাতালে রেফার করেন। আহত এ ছাত্র দলের সদস্যর সার্বিক নিরাপত্তা ও সু চিকিৎসায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম দেখভাল করেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, এ বিষয়ে আমরা অবগত আছি। তবে থানায় এখনো কোন লিখিত অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এমএস