বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

 রাস্তা ও ঘরবাড়ি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

টঙ্গিবাড়ী/ লৌহজং প্রতিনিধি
  ১২ এপ্রিল ২০২৫, ১৩:১৬
 রাস্তা ও ঘরবাড়ি রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চলাচলের রাস্তা ও স্থানীয়দের ঘরবাড়ি রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা উপজেলার বেজগাঁও ইউনিয়নের বানিয়াগাঁও বায়তুল নুর জামে মসজিদের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বানিয়াগাঁও গ্রামে খাল খননের কাজ চলছে। খনন কাজটি খুব গভীর ভাবে করা হচ্ছে। ফলে খালের পার্শ্বে যে রাস্তাটি রয়েছে সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় রাস্তাটি ভেঙে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া চলমান খাল খনন করে যে মাটি গুলো তোলা হচ্ছে সেগুলো সরকারি কিছু প্রতিষ্ঠানের পাশাপাশি রাতের আঁধারে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। তারা আরোও বলেন, যদি এই মাটি গুলো খালের দুই পার্শ্বে দেয়া হয় তবে রাস্তা মজবুত হবে। পাশাপাশি এই এলাকার আটিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ ও সামাজিক প্রতিষ্ঠান গুলোতে দিলে এই এলাকার মানুষই এর সুফল ভোগ করতে পারত কিন্তু তারা সেটা না করে বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছে।

শাজাহান শেখ বলেন, খাল খনন আমাদের এলাকার জন্য গুরুত্বপুর্ন তবে খালের গভীরতা সবখানে সমান থাকার কথা কিন্তু কিছু স্থানে বেশি গভীর করা হচ্ছে আবার কিছু স্থানে কম গভীর করা হচ্ছে যেটা কাম্য নয়। এছাড়া তিনি বলেন, যেসব জায়গাতে বেশি গভীর করছেন সেখান দিয়ে রাস্তাটি বেশি হুমকির মুখে পড়ছে। খাল এবং রাস্তা দুটোর সুফল জনগণ ভোগ করবে। যেভাবে কাজ করলে রাস্তা ও খাল দুটি নিরাপদে থাকবে সেভাবেই করা উচিত। তিনি আরও বলেন, বেশি গভীর ভাবে খনন করার ফলে আশেপাশের ঘর বাড়ি গুলোও হুমকির মুখে পড়ছে। খাল খনন কাজে কর্তৃপক্ষের যথাযথ নজরদারি কামনা করছি।

আমান শেখ নামের আরেকজন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি জানানো হয়েছে। তিনি সবখানে সমান ভাবে খনন করার কথা বলেছেন এবং কিছুটা কম পরিমাণ গভীর করতে বলেছিলেন। কিন্তু তারা সেটা না শুনে তাদের মতোই কাজ করছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে