মানিকগঞ্জের শিবালয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংস হত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ’মার্চ ফর গাজা’ এই কর্মসুচীর অংশ হিসেবে ফ্রি-প্যালেস্টাইনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিবালয়বাসী ও তৌহিদী জনতা।
শনিবার (১২ এপ্রিল ) সকাল সাড়ে ১০টায় শিবালয় ডাক্তার খানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাক্তারখানায় এসে শেষ হয় এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল ফিলিস্তিনে আমাদের মসুলমান ভাইদের উপর জুলুম অত্যাচার চালিয়ে হত্যা চালিয়ে যাচ্ছে। তাদের এ নির্মম হত্যযজ্ঞ থেকে শিশু, নারী, আবাল, বৃদ্ধ বণিতাসহ, ছাত্র-জনতা কেহই রেহায় পাচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা কেউ আর ইসরাইলী পণ্য ব্যবহার করবো না। এখন থেকে কোক, ফান্টাসহ সকল ধরনের ইসরাইয়েলি পণ্য বর্জন এবং সরকারকে ইসরাইলি পণ্য আমদানী বন্ধের আহবান জানিয়ে দোকানদার ভাইদেরকেও ইসরাইলি পণ্য বিক্রি না করার জন্য অনুরোধ জানানো হয়।
সবশেষে দোয়া পরিচালনা করেন, শিবালয় থানা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ।
যাযাদি/ এমএস