সুনামগঞ্জের ধর্মপাশায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ জায়িদনূর (৫২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সকাল নয়টার দিকে উপজেলার সুখাইর-রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর রংপুরহাটি গ্রাম থেকে সুনামগঞ্জ সেনা ক্যাম্পের প্রধান মেজর সালাহউদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধর্মপাশা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে রামদা, দা ও হকিস্টিকসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ধৃত ইউপি সদস্য জায়িদনূর উপজেলার রাজাপুর রংপুরহাটি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে এবং সে ওই ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপুর রংপুরহাটি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে ও ইউপি সদস্য জায়িদনূর দীর্ঘদিন যাবত হাওর এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার নামে হাওর এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন অপরাধে থানায় ১০টি মামলা রয়েছে। ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনামূল হক এ তথ্য নিশ্চিত করেন।
এরই মধ্যে জায়িদনূরের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকেও সুনামগঞ্জ সেনা ক্যাম্পে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এ অবস্থায় শনিবার সকালে সুনামগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সালাহউদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনী রাজাপুর রংপুরহাটি গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানায় হস্তান্তর করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, হাওর এলাকার ত্রাস হিসেবে পরিচিত ধৃত ইউপি সদস্য জায়িদনূরের নামে থানায় একটি অস্ত্র মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীনে রয়েছে। মামলার কাজ সম্পন্ন করে বিকেলেই তাকে আদালতে সোপর্দ করা হবে।
যাযাদি/ এমএস