নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ২ পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ফরিদ মোল্লা (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়।
শনিবার (১২ এপ্রিল) বিকালে নিহতের লাশ দাফন শেষে সেনাবাহিনী সাংবাদ পায় মো: আফতাব মোল্যা (৪৬) গ্রুপের ৫০ জনের একটি মিঠিং চলছে নাশকতার উদ্দ্যেশ্যে। সেনাবাহিনী সংবাদ পেয়ে রাতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি, শরিফুল মোল্লা (৪৬),গোলাম হায়দার শেখ (৬৭), হাদিউল (২০), পারভেজ শেখ (৩০), মাহমুদুল হাসান (২০), আফতাব মোল্লা (৪৫), বুলু শেখ (৩৭), আলামিন ইসলাম (৪৫), মোস্তাইন (৩০), হেমায়েত কাজী (৫০), হানিফ মোল্লা (৮৮), আফজাল মোল্লা (৫৫) এবং জব্দকৃত দেশীয় অস্ত্র, ঢাল- ০৫, বল্লম - ০১ (এসএস পাইপ), বাশেঁর সরকি -১৩ সহ ব্যবহারকৃত অ্যান্ড্রয়েড ফোন ০৯, বাটন ফোন - ০৩।
এ বিষয়ে কালিয়া সেনাবাহিনী ক্যাম্প কর্মকর্তা বলেন, রাত একটায় আটককৃত ১২জন ও দেশীয় অস্ত্রসহ কালিয়ায় থানায় সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সক্রিয় আছে। কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
যাযাদি/ এসএম