শরীয়তপুরের গোসাইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মুমিন ইসলাম (২০) নামে নিহত হয়েছে ৷ শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার পরে গোসাইরহাট-হাটুরিয়া সড়কের চৌরাস্তার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
মুমিন ইসলাম উপজেলার ইকরাকান্দি গ্রামের রসিদ কাজির ছেলে। তিনি সরকারি শামসুর রহমান কলেজে ২য় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে গোসাইরহাট বাজারে যাওয়ার সময় চৌরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলেই প্রাণ হারায় মুমিন। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক বলেন এখানে নিয়ে আসার আগাই মুমিন ঘটনাস্থলে মারা গেছে।
এ বিষয়ে গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মো.মাকসুদ আলম বলেন, মটরসাইকেল দর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
যাযাদি/ এসএম