টাঙ্গাইলের দেলদুয়ারে রোববার লাউহাটি ইউনিয়ন আইম্মায়ে মসজিদ উলামা পরিষদ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের উদ্যােগে ফিলিস্তিনের রাফা ও গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
বেলা এগারটায় লাউহাটি খেলার মাঠ হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লাউহাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খেলার মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন লাউহাটি ইউনিয়ন আইম্মায়ে মসজিদ উলামা পরিষদের সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহীন মোহাম্মদ খান, বিএনপির ইউনিয়ন আহ্বায়ক রবিউল করিম শুভ্র, ছাত্র প্রতিনিধি সিমাল খান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অনেকেই। এসময় বক্তারা ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান।
যাযাদি/ এসএম