ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তিন জন মাদক ব্যবসায়ী ও একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।
শনিবার রাতে ফাজিলের ঘাট থেকে আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করে পুলিশ এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে দাগনভূঞা থানাধীন মোমারিজপুর গ্রামের মৃত কামাল মাষ্টার এর পুত্র। অপরদিকে পৃথক অভিযানে উত্তর চর চান্দিয়া থেকে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সে ঐ গ্রামের মৃত মোঃ মোস্তফার পুত্র। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে ৪টি মামলা রয়েছে। এ ছাড়া আরকটি অভিযানে সোনাপুর বাজার থেকে মাদক ব্যবসায়ী মাসুদ আলমকে গ্রেফতার করা হয়েছে। সে চর মজলিশপুর ইউনিয়নের বড় হালিয়া গ্রামের মৃত মাবুদুল হক ওরফে মাহমুদুল হক মাদুর পুত্র। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি ও চুরির অভিযোগে ৪টি মামলা রয়েছে।
এছাড়াও পৃথক এক অভিযানে ১বছরের সাজাপ্রাপ্ত আসামী পলাশ চন্দ্র ধরকে গ্রেফতার করেছে পুলিশ। সে লক্ষীপুর গ্রামের ডাঃ বরুন চন্দ্র ধরের পুত্র। পরবর্তীতে উক্ত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা।
সহকারী পুলিশ (সোনাগাজী-দাগনভূঁঞা সার্কেল) সুপার তাসলিম হুসাইন এবং সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাযাদি/ এসএম