সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

নোয়াখালীর রাজাগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ১৩ এপ্রিল ২০২৫, ১৯:১৬
নোয়াখালীর রাজাগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন
ছবি: যায়যায়দিন

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দুই নং ওর্য়াড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে আলাদিন নগর বড় বাড়ির দরজায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস। কর্মী সম্মেলন উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক আহসান উল্যা।

প্রধান অতিথি কামাখ্যা চন্দ্র দাস বলেন, সাংগঠনিক তৎপরতা বাড়ার পাশাপাশি দলকে তৃণমূল থেকে শক্তিশালী করে তুলতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বেগমগঞ্জের গণমানুষের নেতা বরকত উল্ল্যা বুলুকে বিপুল ভোটে বিজয়ী করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।

স্থানীয় বিএনপি নেতা কামাল হোসেনের সভাপতিত্বে ও আবদুল লতিফের সঞ্চালন কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য নুর উদ্দিন নুরু, রাজগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ- সভাপতি কামরুল হাসান কামাল, আলা উদ্দিন, আহমাদ হোছাইন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আবদুল মালেক, জহিরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ জিয়াউর রহমান সুমন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাএদলের আহবায়ক জাহিদ হোসেন রুবেল, সদস্য সচিব নূর মোহাম্মদ বাবুল, রাজগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আলম পাটোয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক বাহার উদ্দিন, জেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, রাজগঞ্জ ইউনিয়ন ছাএদলের সাবেক সভাপতি জাহেদ মঞ্জু, ইউনিয়ন ছাএদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নিশান, ডাক্তার নোমান।

কর্মী সম্মেলনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর রোগমুক্তি ও দেশবাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে