বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দৌলতপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১৪:১৯
দৌলতপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
ছবি : যায়যায়দিন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ উদ্যাপন করে উপজেলা প্রশাসন।

বাঙ্গালির বাঙ্গালিয়ানা, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে বিশ্বব্যাপী মৈত্রী, সম্প্রীতি, চেতনার জাগরণ ও অপশক্তির বিরুদ্ধে জেগে উঠার প্রত্যয়ে অতীতের গ্লানি মুছে দিয়ে নতুন দিনে স্বাভাবিক জীবন চলার প্রত্যাশায় পালিত হয় পহেলা বৈশাখ।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে থানা বাজার পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী।

শোভাযাত্রায় আরো অংশ নেন, প্রবীণ বিএনপি নেতা হাজী আলতাফ হোসেন, বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লা, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনোয়ারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ প্রমুখ।

শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এরপর সকলে উপজেলা পরিষদ সংলগ্ন বৈশাখী চত্বরে পান্তা উৎসবে অংশ নেন। বৈশাখী মঞ্চে আয়েজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে