চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর শহরে সার্বজনীন আনন্দ শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৯ টায় লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া বর্ষবরণ উদযাপনে শোভাযাত্রার র্যালিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ।
সকাল ৮টায় চুনারুঘাট শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শুরু হয় আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফয়েজ আহমদ তৈয়্যব, মনির হায়দার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবি ড. নেয়ামত উল্লাহ ভূইয়া,দৈনিক ইত্তেফাক এর নির্বাহী সম্পাদক সালাউদ্দিন,চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া,সহকারী কমিশনার মাহবুব আলম, চুনারুঘাট থানার ওসি নুর আলম সহ অনেকেই।
যাযাদি/ এমএস