দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ৩৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহবায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম জিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য একরামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক জুয়েল সরকার,উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম,সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান সওদাগর,সামসুল ইসলাম সামু, মীর হান্নান,মো.ফরিদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের হয়।
যাযাদি/ এমএস