বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নববর্ষে মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ১৯:২০
নববর্ষে মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা
যায়যায়দিন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নাহিদ বিশ্বাস (১৭) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে এ ঘটনা ঘটে।

নাহিদ বিশ্বাস বেলবানা গ্রামের মোস্তাক আহমেদের ছেলে ও ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নাহিদ বিশ্বাস কয়েক দিন ধরে তার মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করছিল। কিন্তু তার মা মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় সোমবার দুপুরে নাহিদ অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয়। নাহিদের মা লাকী বেগমের সন্দেহ হলে ছেলেকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে নাহিদকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি হারুন অর রশিদ জানান, লাশের সুরতহাল রিপোর্টে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করার প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে