শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ী মডেল প্রেসক্লাবে বাংলা বর্ষবরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১৪ এপ্রিল ২০২৫, ২১:৩৬
ফুলবাড়ী মডেল প্রেসক্লাবে বাংলা বর্ষবরণ
যায়যায়দিন

সারা দেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ বরণ কর্মসূচী পালন হয়েছে। এ উপলক্ষে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব পরিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে পহেলা বৈশাখ বর্ষবরণ অনুষ্ঠানটি পালন করেছে।

কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১৪ এপ্রিল) দুপুরে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর শহীদ লুৎফর রহমান মিলনায়তনে কবি, সাংবাদিক ও সুধীজনের সম্মানে গ্রাম বাংলার নানা রকমের তরকারির উপাদান দিয়ে পান্তা ইলিশ ভোজ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার নবাগত ওসি শরিফুল ইসলাম, মডেল প্রেস ক্লাব-এর উপদেষ্টা সাংবাদিক ইউসুফ আলী সংগ্রামী, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর উপদেষ্টা চারণ কবি আজিজুল হাকীম মন্ডল, কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ, আর্ট শিল্পী কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্তসহ সাংবাদিক, কবি ও সুধীজন।

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলা বর্ষবরণে সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্ত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী ফুলবাড়ী উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপজেলা চত্ত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে