সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৯
সিরাজগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ
ছবি: যায়যায়দিন

ভোরের প্রথম আলো ফোঁটার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বর্ষবরণ পালিত হয়েছে। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন সংগঠন। বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়।

পরে সকাল সাড়ে ৯টায় বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় জেলা প্রশাাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।এদিকে নববর্ষকে বরণ করতে জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সকাল এগারোটায় পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের এসএস রোড হয়ে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।

নতুন বর্ষকে স্বাগত জানাতে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। পরে সন্ধ্যায় পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এসময় গান ও নৃত্য পরিবেশন করা হয়। এদিকে এই বর্ষবরণকে কেন্দ্র করে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে দ’ুদিন আগে থেকেই শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে