বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নড়িয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্টের অভিযান

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
  ১৫ এপ্রিল ২০২৫, ১৮:০১
নড়িয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্টের অভিযান
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কাগজপত্রবিহীন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৩৭টি মোটরসাইকেলকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশে এবং নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এবং সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস।

অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, লাইসেন্স এবং হেলমেট না থাকাসহ বিভিন্ন অপরাধে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে নসিমন, মাহেন্দ্র, টলি এবং ট্রাক চালকদের যথাযথ লাইসেন্স না থাকায় দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান চলমান থাকবে।

স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালালে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার হার কমবে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে