১৪৩২ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে এক বিশাল বৈশাখী শোভাযাত্রা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নির্দেশে সদর উপজেলা বিএনপির আয়োজনে হোতাপাড়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বকর সিদ্দিক,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরীফ। উপজেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোতালেব মুসুল্লি , ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহার মন্ডল, ৮নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম সহ উপজেলা বিএনপি ও অঙ্গর সহযোগী সংগঠনে নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।