ফেনীর সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি সহ সোহাগ নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় ১৫আগষ্ট উপজেলার চার মজলিশ ইউনিয়নের চরগোপাল গাও গ্রামের চেরু পন্ডিত বাড়িতে অভিযান পরিচালনা করে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সোনাগাজী মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম চর গোপাল গাও গ্রামের চেরু পন্ডিত বাড়িতে অভিযান পরিচালনা করে ইব্রাহিম খলিল সোহাগের বসত ঘরের শয়ন কক্ষ থেকে দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ ওই গ্রামের চেরু পন্ডিত বাড়ির মৃত কামাল উদ্দিনের ছেলে।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাযাদি/ এমএস