চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজুদ্দিন বাজারের তামাকুমন্ডি লেইনে জুতার গুদাম ও খেলনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে তামাকুমন্ডি লেইনের রহমান ম্যানশনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সরু রাস্তা হওয়ায় ফায়ার সার্ভিসের সব গাড়ি ভিতরে ঢুকতে পারেনি। এছাড়া ধোঁয়ায় কয়েকজন ফায়ার সার্ভিসকর্মী আহত হন।
সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি তামাকুমন্ডি লেইনে ঢুকতে পেরেছে।
বাকি গাড়িগুলো সড়কে অবস্থান করে। ফায়ার ফাইটাররা জানালা দিয়ে পানি দেয়।
মূল সিঁড়ি দিয়ে পানির লাইন নেওয়ার মতো জায়গা না থাকায় জানালা দিয়ে পানি দেয় ফায়ার সার্ভিস। জুতার পোড়া ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাদের। এছাড়া ধোঁয়ায় কয়েকজন ফায়ার সার্ভিসকর্মী আহত হন।
নন্দনকানন স্টেশনের ফায়ার কর্মী আজহার উদ্দিন বলেন, এখানে আশপাশে দোকান ও গলি ছোট হওয়ায় প্রথমে আমাদের কাজ করতে অসুবিধা হয়। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (জোন-৩) উপ-সহকারী পরিচালক আব্দুল মন্নান বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ছুটে আসি এবং কাজ শুরু করি। কিন্তু জায়গাটা অত্যন্ত সংকীর্ণ ও ঘন দোকান হওয়ায় আমাদের কাজ করতে কষ্ট হয়। জায়গা প্রশস্ত হলে আরও আগে আগুন নেভানো যেত।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিপণিকেন্দ্রের তৃতীয় তলায় গুদামটির অবস্থান।
তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, রহমান ম্যানশন তৃতীয় তলা পুরোটা জুতার গোডাউন। এছাড়া ছোটদের খেলনা ও গহনার দোকান রয়েছে। হুট করে আগুনটা লেগেছে। গোডাউনে লোক ছিল না। আশপাশের দোকান মালিক ও কর্মচারীরা নিরাপদে সরে এলেও লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল। তবে ক্ষতির পরিমাণ এখন বলতে পারব না। এখানে কোটি কোটি টাকার মালামাল রয়েছে। এর মধ্যে বেশিরভাগ রয়েছে জুতা।
যাযাদি/এস