শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর তীর রক্ষায় নির্মিত গুরুত্বপূর্ণ বেঁড়িবাঁধ এলাকার সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, "বেঁড়িবাঁধ এলাকার আশপাশ থেকে বালু উত্তোলন বন্ধ না হলে আবারও নদী ভাঙনের শিকার হয়ে এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও একটি সিন্ডিকেট এ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, যা বাঁধের স্থায়িত্ব এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ফয়সাল, ঢাকা কলাবাগান মহিলা দলের সভাপতি শামীমা আক্তার সাথী, বিএনপির নড়িয়া উপজেলার সাবেক সভাপতি আলী হায়দার খান, এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুজন ছৈয়াল প্রমুখ।
আয়োজকরা বলেন, নড়িয়াকে রক্ষা করতে হলে আগে বাঁধ রক্ষা করতে হবে। আর বাঁধ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করতেই হবে।
তারা অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং পরিবেশ সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ দাবি করেন।
যাযাদি/ এমএস