সিরাজগঞ্জের রায়গঞ্জে ছানোয়ার হোসেন ও মুনছুরের বিরুদ্ধে প্রতিপক্ষ ৭ পরিবারকে মিথ্যা মামলা দেওয়াসহ বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ উঠেছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষী বিষ্ণুপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের পান্না বেগম, নান্নু খালিফা, নওশের আলী, হাসান শহীদ, ফজল শেখ, বেল্লাল শেখ, আব্দুল লতিফ গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেছেন।
চেকের বিরুদ্ধে ও বাড়ি পোড়ানো মামলাটি তদন্ত করে মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিষয়টি কোর্ট আমলে নিয়ে মামলাগুলো নিষ্পত্তি করে দেন। কোন উপায়ন্তর না পেয়ে ছানোয়ার হোসেন ও মুনসুর হোসেন আবারো ভুক্তভোগী ঐ পরিবারের কয়েক সদস্যদের বিরুদ্ধে একটি অপহরণের মামলার প্রস্তুতি নেন। মামলাটির বিষয়ে খোঁজ নিয়ে থানা পুলিশ এজাহার না নিতে চাইলে তারা থানা পুলিশের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় যেমন থানা পুলিশ বিব্রত অবস্থায় পড়েছে অন্য দিকে ভুক্তভোগী পরিবার গুলো মিথ্যা মামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এ ঘটনায় উপজেলা প্রশাসনসহ থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে প্রতিপক্ষ মুনসুর হোসেন জানান, অভিযোগকারীরাই বিভিন্ন সময়ে আমাকে হয়রানি করে চলেছে। আমি কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই। ছানোয়ারের হোসেন বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে।
ছানোয়ার হোসেন জানান, ৫ তারিখের আগে আমার কোন মামলা নেওয়া হয় নাই। আমি প্রতিপক্ষদের কখনোই হয়রানি করি নাই। আমি যে মামলা করেছি সেগুলোর সঠিক তথ্য আমার কাছে আছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, থানায় যে কেউ অভিযোগ দিলে তা গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে যদি অভিযোগ দেওয়া থাকে তবে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যাযাদি/ এমএস