বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত। রাষ্ট্রের মালিকানা জনগণ, তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। না হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। জনগণই সিদ্ধান্ত নিবে কে হবেন শাসক। বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস।
তিনি বলেন, আইনশৃঙ্খলায় এই সরকারকে কঠোরভাবে হস্তক্ষেপ করা উচিত। আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে, আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার।
আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মিশন বাজার এলাকায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও পথসভায় সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় তিনি ওই বাজারের বিভিন্ন মানুষের কুশল বিনিময় করেন ও বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলামসহ উপজেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পতিত সরকারের আমলে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে সংসদ সদস্য পর্যন্ত ভোটাধিকার নষ্ট হয়ে গিয়েছিল। পতিত সরকারের পতন হলে কিভাবে বৈষম্যহীন সমাজ গঠন করা যায় সেটি তারেক রহমান বলেছিল। ৩১ দফার মাধ্যমে সেটি করা হবে।
আইন-শৃঙ্খলার ব্যাপারে তিনি বলেন, যেহেতু বিএনপি ক্ষমতায় নাই এটি এই সরকারের আওতায় পড়ে। একটা অভ্যুত্থানের পরে কিছু একটা সমস্যা হয়। সেই হিসেবে আমি বলবো অবশ্যই আইন শৃঙ্খলায় এই সরকারকে কঠোরভাবে হস্তক্ষেপ করা উচিত। আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে, আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার। যেহেতু আমরা ক্ষমতায় নাই, এই বিষয়ে আমি কোন কথা বলতে যাবো না।
যাযাদি/ এসএম