বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কাপ্তাইয়ে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ 

রাজস্থলী/কাপ্তাই প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৩২
কাপ্তাইয়ে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ 
ছবি: যায়যায়দিন

কাপ্তাই উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে চত্বরে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ২৫ জন মৎস্যজীবীদের মাঝে ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে এই ছাগল বিতরণ করা হয় বলে জানান কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ।

রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই ছাগল তুলে দেন।

এসময় তিনি মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে জেলেদেরকে কাপ্তাই এবং কর্ণফুলী নদী হতে মাছ না ধরা এবং কারেন্ট জাল ব্যবহার না করার অনুরোধ জানান।

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল হাসান, উপ-প্রকল্প পরিচালক টিপু সুলতান, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন তনচংগ্য এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সরোয়ার।

কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই লেক ও কর্ণফুলী নদীতে মৎস্য আহরণে নির্ভরশীল ২৫ জন নিবন্ধিত মৎস্যজীবীকে চারটি করে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে