অসদুপায় অবলম্বনের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ওইদিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার দায়ে কেন্দ্রের দায়িত্বে থাকা পাঁচজন সহকারী শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজে অবস্থিত মাদ্রাসা কেন্দ্রে গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব অনিয়ম শনাক্ত করে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা গ্রহণ করেন। জানা যায়, উপজেলার নেতা নেছারিয়া দাখিল মাদ্রাসার দুইজন, কাছিয়াবুনিয়া আসমত আলী পণ্ডিত দাখিল মাদ্রাসার দুইজন এবং পশ্চিম গাব্বুনিয়া দাখিল মাদ্রাসার একজন সহকারী শিক্ষকের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, অসদুপায়ে সহযোগিতা ও দায়িত্ব অবহেলা করার অভিযোগে জরিমানা করা পাঁচ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে । এছাড়াও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ব্যবস্থা নেওয়া শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোন বাঁধা নেই।
তাদের শুধু আজকের অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষার খাতা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
যাযাদি/ এমএস