বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সখীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লাখ টাকা সহায়তা

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ১৮:০১
সখীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লাখ টাকা সহায়তা
ছবি: যায়যায়দিন

টাঙ্গাইলের সখীপুরে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার কচুয়া বাজারে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর মাঝে এসব অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

উল্লেখ্য রোববার(১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার কচুয়া বাজা‌রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অত্র বাজারের ব্যবসায়ী এনামুল হকের ইলেকট্রনিক্সের দোকান, পাশে অবস্থিত আবুল ও হামেদ আলীর মনোহারী দোকান পুড়ে ছাই হয়ে যায়।

একইদিন সখীপুরে আগুনে পুড়ল তিন ব্যবসায়ীর স্বপ্ন শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা নজরে আসে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের।

আজ বৃহস্পতিবার লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় সাবেক প্রকল্প পরিচালক ফজলুল হক বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে