শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মিরসরাইয়ে ১০ লাখ চিংড়ি পোনা ও অবৈধ জাল জব্দ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৭ এপ্রিল ২০২৫, ২১:৪০
মিরসরাইয়ে ১০ লাখ চিংড়ি পোনা ও অবৈধ জাল জব্দ
ছবি: যায়যায়দিন

মিরসরাইয়ে আনুমানিক ১০ লাখ চিংড়ি পোনা, চারটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে উপজেলা মৎস কর্মকর্তা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বঙ্গোপসাগরের বামনসুন্দর মাছ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এসকল জিনিষ জব্দ করা হয়।

জব্দ করা চিংড়ি তাৎক্ষণিক ভাবে সাগরে অবমুক্ত ও অবৈধ জাল পুড়িয়ে নষ্ট করে মৎস কর্মকর্তা ও কোস্টগার্ড সদস্যরা।

মিরসরাই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, ‘সাগরে ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তারেই প্রেক্ষিতে সাগরে অভিযান পরিচালনা করে এইসব মাছ ও জাল জব্দ করা হয়। এই ঘটনায় কেউ আটক হয়নি। জব্দকৃত মাছের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ, জালের মূল্য ৪ লাখ টাকা।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে